শুধুমাত্র বার্তা পাঠানোই নয়, জিমেইলকে যোগাযোগের হাব হিসেবে তৈরি করছে গুগল। দ্য ভার্জের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, শিগগিরই বৃহৎ ওয়ার্কস্পেস আপডেট আনছে গুগল। আর এই আপডেটে জিমেইল মোবাইল অ্যাপ থেকেই কলিং সুবিধা পাওয়া যাবে।
যখন ওয়ান-টু-ওয়ান মেইল পাঠানো কিংবা পূর্বনির্ধারিত মিটিং নেই তখন চাইলেই হুট করে সহকর্মী কিংবা অন্যান্যদেরকে কল করার সুযোগ পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা। আর ব্যবহারকারী যদি বড় স্ক্রিণের ডিভাইস থেকে কল ধরেন তাহলে তার কম্পিউটারে একটি ‘চিপ’ পাঠানো হবে।
মূলত মহামারি করোনাতে অনেকেই বাড়িতে বসে অফিস করছেন। এই পরিস্থিতিতে অফিস চ্যাটের হাইব্রিড সংস্করন হিসেবে নতুন ফিচারটিকে পরিচয় দিচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। তাই বলে এটি ভাবার কারণ নেই যে, মিট অ্যাপ থেকে কল করা যাবে না।
কলিং সুবিধার পাশাপাশি জিমেইলে আরও কিছু বৃহৎ পরিবর্তন আনা হচ্ছে। বুধবার থেকেই এন্টারপ্রাইজ গ্রাহকরা নতুন ফিচারগুলো উপভোগ করতে পারবেন। তবে সাধারণ জিমেইল ব্যবহারকারীরা পরবর্তীতে আপডেট পাবেন।
ডিবিটেক/বিএমটি