বাজারের অধিকাংশ স্মার্টফোনের ডিসপ্লে রক্ষায় গরিলা গ্লাসের আধিপত্য রয়েছে। তবে এবার স্মার্টফোনের ক্যামেরা গ্লাসেও নজর দিচ্ছে করনিং। আইফোনসহ বিভিন্ন হাই-এন্ড স্মার্টফোনে যেখানে পিছনের ক্যামেরা রক্ষায় স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হয়, সেখানে গরিলা গ্লাস ডিএক্স সবচেয়ে ভালো হবে বলে বিশ্বাস করছে করনিং।
শুধু ক্যামেরা রক্ষাই নয়, এই গ্লাসে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং ব্যবহার করা হচ্ছে। ক্যামেরা সেন্সর যে আলো পায় আর এই কোটিংয়ের ফলে সেটি বৃদ্ধি পাবে বলে জানিয়েছি করনিং।
করনিং গরিলা গ্লাসের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ইয়ামিন আমিন বলেন, আমরা ক্যামেরা লেন্স কাভারের জন্য একটি যথাযথ সল্যুউশন তৈরি করেছি। ক্যামেরা লেন্সের জন্য ৯৮ শতাংশ আলো ক্যাপচারিংয়ের মাধ্যমে আমাদের গ্লাস কম্পোজিট হাই-কোয়ালিটি ছবি এবং ভিডিও ধারণ করতে সহায়তা করে। এছাড়া এটি ক্যামেরা ডিজাইনেও পরিবর্তন আনবে।
ওয়্যারড জানিয়েছে, করনিংয়ের এই নতুন গরিলা গ্লাস নিয়ে প্রথম এক বা একাধিক ডিভাইস উন্মোচন করতে পারে স্যামসাং। আগামী আগস্টেই এই উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি