পছন্দ হোক বা না হোক, বিনামূল্যে গুগল ফটোজের আনলিমিটেড স্টোরেজ ব্যবহারের সুযোগ আজই (১ জুন) শেষ হচ্ছে। এখন থেকে কোনো ফটো আপলোড করা হলে (পিক্সেল ফোন ব্যতিত) সেটি গুগল ড্রাইভ স্টোরেজ থেকে জায়গা খরচ হবে। খবর এনগ্যাজেট।
বিনামূল্যে গুগল সেবা ব্যবহারকারীদের জন্য নির্ধারিত স্টোরেজ (সাধারণত ১৫ জিবি) শেষ হয়ে গেলে ব্যবহারকারীরা বাড়তি স্টোরেজ কিনতে পারবেন। ১০০ জিবি ড্রাইভ স্টেপ কিনতে মাসে দুই ডলার ও ২ টেরাবাইট স্পেস ব্যবহারে মাসে ১০ ডলার খরচ হবে।
গত নভেম্বরে গুগল তাদের এই পরিকল্পনার কথা ঘোষণা করে। মূলত স্টোরেজের চাহিদা ক্রমশই বেড়ে যাওয়ায় সেটি পূরণে গুগল তাদের আনলিমিটেড স্টোরেজ বন্ধে ঘোষণা করে।
গুগল ইতিমধ্যেই সহজে অপ্রয়োজনীয় ফটোজ মুছে ফেলার টুলস উন্মোচন করেছে, যার মাধ্যমে সহজেই ঘোলা স্ন্যাপশট, স্ক্রিণশটস ও অন্যান্য আইটেম মুছে ফেলা যাবে।
ডিবিটেক/বিএমটি