স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি এবং অপো তাদের নিজস্ব কাস্টম ফাইভজি চিপসেট নিয়ে কাজ করছে। চলতি বছরের মধ্যেই সেটি তৈরি হতে পারে বলে জানা গেছে। তাইওয়ান থেকে পাওয়া সর্বশেষ এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিএমএস এরিনা।
সাংহাই-ভিত্তিক চিপসেট কোম্পানি ইউনিসক পরবর্তী প্রজন্মের সংযোগে সহায়তার জন্যও এসওসি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র কর্তৃক কালো তালিকাভুক্ত হওয়ার কারণে হুয়াওয়ের কিরিন চিপ সরবরাহে বিঘ্ন ঘটায় শাওমি এবং অপো তাদের চিপ সরবরাহ নিয়ে বিকল্প ভাবনা শুরু করে।
যদিও এবারই শাওমি প্রথম নিজস্ব চিপসেট বানাতে যাচ্ছে এমনটি নয়। ২০১৭ সালে ২৮ ন্যানোমিটার প্রসেসের সার্জ এস১ চিপ উন্মোচন করে যেটি শাওমি এমআই ফাইভসি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছিলো। যদিও এরপর সার্জ সি১ ব্যবহৃত এমআই মিক্স ফোল্ড ক্যামেরা আনার আগে চিপ ডিভিশন থেকে আর কোনো চিপ তৈরি দেখা যায়নি।
ডিবিটেক/বিএমটি