সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের টিমস সমন্বয় প্লাটফর্ম এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াইটবোর্ড ফিচার উন্মুক্ত করেছে। পাবলিক প্রিভিউ সংস্করণটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ৬ অপারেটিং সিস্টেম বা তার পরবর্তী সংস্করণে পাওয়া যাচ্ছে।
মাইক্রোসফট হোয়াটইবোর্ড হলো একটি কোলাবোরেশন ক্যানভাস অ্যাপ, যেটি পূর্বে উইন্ডোজ ১০ ডিভাইসের মধ্যে ভিজ্যুয়াল যোগাযোগে সীমাবদ্ধ ছিলো। আইওএস ব্যবহারকারীরাও অ্যাপটি ব্যবহার করতে পারতেন। এবার অ্যান্ড্রয়েড ডিভাইস ও মাইক্রোসফট টিমস চ্যানেল ও চ্যাটে ফিচারটি উপভোগ করা যাবে।
টিমস ব্যবহারকারীরা তাদের টিমস চ্যানেল অথবা চ্যাটে হোয়াইটবোর্ড তৈরি করতে পারবেন। সফটওয়্যার জায়ান্টটি মনে করছে, দীর্ঘস্থায়ী প্রকল্প ও আলোচনায় একটি খুবই কার্যকরী হবে।
টিমস চ্যানেল ও চ্যাটে নতুন ট্যাব খোলার জন্য উপরে একটি প্লাস বাটন যুক্ত করা হয়েছে। সেখান থেকে ব্যবহারকারীরা হোয়াইটবোর্ড সার্চ এবং নতুন হোয়াইটবোর্ড চালু করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি