বিদায়ী বছরের জন্য ল্যাপটপ ও ডেস্কটপ মজুদ ছিলো রেকর্ড পরিমাণ। ২০০৭ সালে আইফোন আত্মপ্রকাশের পর এমন মজুদ আগে কখনো দেখা যায়নি। তারপরও সরবরাহকারীদের কাছে এখনো যে পরিমাণ চাহিদা রয়েছে তা পূরণে নির্মাতাদের আরো বেশ কয়েক মাস লেগে যাবে বলে জানিয়েছেন হার্ডওয়্যার শিল্পের নির্বাহী ও বিশ্লেষকেরা।
তারা বলছেন,করোনাভাইরাস মহামারীর সময় দূরবর্তী শিক্ষা এবং বাসা থেকেই অফিসের কাজ চালু হওয়ায় কম্পিউটার বাজার উজ্জীবিত হয়। গত এক দশক ধরে আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রির রমরমা অবস্থাকে ছাপিয়ে এখন বড় ডিভাইসের প্রতি ঝুঁকছেন ক্রেতারা।
হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসার ইনকর্পোরেটেডের প্যান-আমেরিকার প্রেসিডেন্ট গ্রেগ প্রেন্ডারগাস্ট বলছেন, “পুরো সরবরাহ শৃঙ্খল আগের মতো টানটান হয়ে উঠেছে।”
২০০৮ সালে ল্যাপটপ ও ডেস্কটপের বার্ষিক বৈশ্বিক সরবরাহ ছিলো সর্বোচ্চ ৩০ কোটি। সাম্প্রতিক সময়ে তা কমে দাঁড়ায় ২৫ কোটিতে। তবে অনেক বিশ্লেষকই মনে করছেন, বিদায়ী বছরে কম্পিউটারের চালান ৩০ কোটির খুবই কাছে চলে এসেছে। আগের বছর থেকে না হলেও ১৫ শতাংশের বেশি বিক্রি হয়েছে। ট্যাবলেট পিসির বিক্রি বাড়ছে আরো দ্রুত।
গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস এর তথ্য অনুসারে, ২০২১ সালের শেষ নাগাদ সংযোজিত পিসি এবং ট্যাবলেট ১৭৭ কোটিতে পৌঁছাবে। ২০১৯ সালে এর পরিমাণ ছিলো ১৬৪ কোটি।
বলা হচ্ছে,অতিমারিতে আকস্মিক চাহিদা মেটানোর জন্য বিশ্বের কয়েকটি মুখ্য পিসি বিক্রেতাই সরবরাহকারী যুক্ত করেছে। শিপিংয়ে গতি বাড়িয়েছে এবং আগামী বছর আরও ভালো মডেল প্রবর্তন করবে। তবে এই আয়োজন প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
ক্যানালিস বিশ্লেষক ঈশান দত্ত এপ্রিল মাসের একজন বিক্রেতার কথা উদ্ধৃত করে বলেছিলেন, ওই বিক্রেতা সরবরাহকারীকে এক সপ্তাহের মধ্যে কীবোর্ড যুক্ত যে কোন ডিভাইস হলেই চলবে বলে তাড়া দিয়েছিলেন। অবশ্য এই জরুরী চাহিদা এখন কমে গেছে। কিন্তু চাপ এখনো আছে।
বিশ্লেষক ফার্ম আইডিসির ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইথ বলেন, বিভিন্ন দেশের স্কুল এবং ব্যবসার জন্য সরকারী প্রণোদনা থাকায় পিসির বাজারে ২০২২ সাল নাগাদ সংকট আরও বাড়াতে পারে।
আর সেই চাহিদা মেটাতেই আগামী কয়েক মাসের মধ্যে কিছু কম্পিউটার বাজারে আসছে। বিশ্লেষকরা জানান, সেসব পিসিতে ভিডিও কনফারেন্সের জন্য আরো ভালো ক্যামেরা এবং স্পিকার থাকছে। অন্যান্য মডেলে ৪জি বা ৫জি মোবাইল সিগন্যালে অ্যাকসেস পেতে একটি সেলুলার চিপ থাকবে; কিন্তু ঐতিহ্যবাহী ওয়াই-ফাই নয়।
পিসি নির্মাতা ডেল টেকনোলজিস ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট স্যাম বার্ড বলেছেন, এই বছরটি এই শিল্পের জন্য “রেনেসাঁ” র। শীগগিরি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের সাথে ডিভাইস নিয়ে আসবে তারা, যেগুলো লগ ইন করা এবং ক্যামেরা বন্ধ করার মতো কাজ সহজ করবে।