নিউরন থেকে সরাসরি মানুষের ভাবনা সংগ্রহ করে অক্ষরে পরিণত করতে সক্ষম প্রযুক্তি নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যুক্তরাষ্ট্রের ছোট স্টার্ট-আপ প্রতিষ্ঠান সিটিআরএল ল্যাব এর সঙ্গে তৈরি করা হচ্ছে নিউরাল সেন্সর ভিত্তিক একটি রিস্টব্যান্ড।
প্যারালাইসিস রোগীদের সাহায্য করতে পরীক্ষামূলকভাবে মনের কথা লেখার জন্যই ফেসবুক এই ডিভাইসটি বাজারে আনতে যাচ্ছে বলে জানিয়েছে বাজফিড নিউজ। সূত্রটি জানিয়েছে, মস্তিষ্কের সংকেত ডিকোড করে অক্ষরে রূপান্তর করতে বানানো হচ্ছে রিস্টব্যান্ড জাতীয় একটি ডিভাইস। ডিভাইসের মাধ্যমে মানুষের ব্রেইন কম্পিউটারের সঙ্গে সংযোগ পাবে!
সংবাদ মাধ্যমটিকে ফেসবুকের সিটিও মাইক শ্রোফার বলেছেন, “আমরা নতুন অভিজ্ঞতার পথ প্রশস্ত করছি যা অতিরঞ্জিত না হলে কোটি কোটি মানুষের জীবন উন্নত হবে।”
সূত্রটি বলছে, ফেসবুকের বার্ষিক সভায় নতুন নিউরাল সেন্সর নিয়ে আলোচনা হয়েছে। তবে ওই সভার বিস্তারিত প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি । শুধু বলা হয়েছে, কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি অডিও রেকর্ডে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জোর দেয়া হয়েছে। দ্রুত সেটি আনার চেষ্টা চলছে।
মানুষের মস্তিষ্কের ওপর এই ধরনের ডিভাইস নিয়ে কাজ করা নারী গবেষক শেফিল্ড ইউনিভার্সিটির গবেষক মাহনাজ আরবনেহে এই পদ্ধতিটিকে ‘নন-ইভ্যাসিভ টেকনিক’হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এই প্রযুক্তিতে বিদ্যুৎ বাহক মাথার খুলির ওপরে পৌঁছাবে; ব্রেইনের ভেতরে নয়। রেকর্ড করা হবে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি।
কয়েক বছর আগেও এই প্রযুক্তিটি কল্পবিজ্ঞান বলে মনে হলেও খুব দ্রুত বিভিন্ন ল্যাব থেকে এমন ডিভাইস বেরিয়ে যাবে বলে আশাবাদী এই বিজ্ঞানী।