২০২০ সালে প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি লাভবান কে? এমন প্রশ্নের উত্তরে অধিকাংশই বলবে ভিডিও কনফারেন্সিং সেবা জুম। সহজ ভিডিও কলের জন্য চলমান করোনাভাইরাস মহামারিতে প্লাটফর্মটির জনপ্রিয়তা তুঙ্গে উঠে।
তবে শুধুমাত্র ভিডিও কলিং সেবা হিসেবে থাকছে না জুম। সূত্র জানিয়েছে, ইমেইল সেবা দেয়ার জন্য জুম একটি ইমেইল প্লাটফর্ম ও সেটি বিবেচনায় ক্যালেন্ডার অ্যাপ তৈরি করছে।
টিপস্টারস জানিয়েছে, ২০২১ সালের প্রথমদিকেই জুমের ইমেইল সেবার দেখা মিলতে পারে। একইসাথে ক্যালেন্ডার অ্যাপও ব্যবহার করা যাবে।
সূত্র বলছে, বর্তমানের ইমেইল সেবার মতো চিরাচরিত না হয়ে জুমের ইমেইল প্রযুক্তি হবে পরবর্তী প্রজন্মের। বর্তমানে সেবা দুটি তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে জুম। যদি খবরটি সত্য হয়, তাহলে পুরো প্লাটফর্মে ভিডিও কল, ইমেইল এবং প্রোডাক্টিভিটি টুলস যেমন একে অপরের সাথে মেসেজিং ইত্যাদি সেবা পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি