গুগল ফটোজে সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি বন্ধ হচ্ছে। ২০২১ সালের ১ জুন থেকে ‘হাই কোয়ালিটি’ ছবি এবং ভিডিও আপলোড করলে সেটি ব্যবহারকারীর নির্ধারিত ১৫ জিবি জায়গা থেকে কর্তন হবে। আর যদি কেউ এই জায়গার বেশি ব্যবহার করতে চান তাহলে গুগল ওয়ান স্টোরেজের জন্য ফি গুনতে হবে গ্রাহকদের। খবর এনগ্যাজেট।
বর্তমানে ‘হাই কোয়ালিটি’ ছবি এবং ভিডিও ব্যাকআপ রাখলে সেটি বিনামূল্যে গুগল সেবা ব্যবহারকারীদের জন্য নির্ধারিত ১৫ গিগাবাইট জায়গা থেকে কাউন্ট হয় না। তবে এই সুবিধাটি আগামী বছরের ১ জুনের আগ পর্যন্ত পাওয়া যাবে।
ফলে ব্যবহারকারী সেবাটি ব্যবহার করবেন কিনা সেটি ভেবে দেখার সময় পাচ্ছেন। তবে পিক্সেল ব্যবহারকারীদের বাড়তি জায়গা কেনা নিয়ে আপাতত ভাবার কারণ নেই।
২০১৫ সালে যখন গুগল ফটোজ চালু করা হয় তখন এর বিশেষ আকর্ষণ ছিলো কোনোকিছু মুছে ফেলার চিন্তা বাদ দিয়েই ব্যবহারকারীরা তাদের স্মৃতিগুলো সংরক্ষণ করতে পারবেন।
নতুন সিদ্ধান্তের সাথে খাপ খাইয়ে নিতে গুগল নতুন টুল উন্মোচনের পরিকল্পনা করেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবি ও ভিডিও সহজেই ব্যবস্থাপনা করতে পারবেন। যেসব ছবি ব্ল্যার, অন্ধকার সেসব ছবি চিহ্নিত করে মুছে ফেলার পরামর্শ দেবে।
যারা গুগল ওয়ান অর্থাৎ গুগলের বাড়তি মেমরি সুবিধা উপভোগ করতে চান তারা মাসে ২ ডলারে ১০০ গিগাবাইট স্টোরেজ ব্যবহার করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি