আগামী বছর শাওমি, ভিভো এবং অপোর কাছে নিজেদের এক্সিনস অ্যাপ্লিকেশন প্রসেসর সরবরাহ করতে যাচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স।
এক্সডিএ ডেভেলপার্স সহ একাধিক প্রযুক্তি সাইটের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিজনেসকোরিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, এক্সিনস চিপসেটের জন্য নতুন ক্রেতা খুঁজছে স্যামসাংয়ের এলএসআই ব্যবসায়িক বিভাগ।
অপরদিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে হুয়াওয়ে বর্তমানে বাজারে আগের অবস্থানে না থাকায় নিজ নিজ দখল বাড়াতে বাড়তি চাহিদা মেটাতে এক্সিনস চিপ কিনতে চাইছে শাওমি ও অপো।
২০১০ এর দশকের মধ্যবর্তী সময় পর্যন্ত নিজেদের গ্যালাক্সি স্মার্টফোনে এক্সিনস এপিকে ব্যবহার করেছে স্যামসাং। তবে স্বল্প মুনাফার কারণে এরই মধ্যে নিজেদের ‘ওয়্যারলেস বিজনেস ডিভিশনের’ কাছে এক্সিনস চিপ সরবরাহ কমিয়ে দিয়েছে।