যুক্তরাষ্ট্রের পর জার্মানীতেই বিশ্বের শীর্ষ ইকমার্স প্লাটফর্ম অ্যামাজনের বড় বাজার। আর সেই বাজারে ধর্মঘট পালন করছে জার্মানীর সাতটি ওয়্যারহাউজের কর্মীরা।
প্রতিবছর জুলাইতে অ্যামাজন তাদের প্রাইম ডে আয়োজন করে থাকে। করোনাভাইরাস মহামারীর কারণে এবারে দেরিতে অ্যামাজন প্রাইম ডে অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে উন্নত মজুরী ও কর্মপরিবেশের দাবিতে কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছেন।
শ্রমিক ইউনিয়ন ভার্দি দুইদিন ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে অ্যামাজনের একজন মুখপাত্র জানিয়েছেন অধিকাংশ শ্রমিকই ধর্মঘটের ডাক উপেক্ষা করে স্বাভাবিকভাবেই কাজ করছেন।
ডিবিটেক/বিএমটি