হাতের তালু স্ক্যান করিয়েই বিক্রয়কেন্দ্রে অর্থ পরিশোধের সুযোগ আনছে অ্যামাজন। নতুন এই ‘পাম রিকগনিশন’ প্রযুক্তিটির নাম দেয়া হয়েছে ‘অ্যামাজন ওয়ান’।
আপাতত শুধু সিয়াটল ও ওয়াশিংটনে এই প্রযুক্তি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেখানে ফিঙ্গারপ্রিন্ট, ফেশিয়াল ও আইরিস রিকগনিশনের বিকল্প হিসেবে গেটের কাছেই হাতের ছাপ স্ক্যান করার মেশিন বসানো হবে বলে জানিয়েছেন অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট ডিলিপ কুমার।
তার ভাষ্য অনুযায়ী, সামনের মাসগুলোতে অন্যান্য অ্যামাজন বিক্রয়কেন্দ্রেও যোগ হবে ‘অ্যামাজন ওয়ান’। এতে ছবি স্ক্যানিং হার্ডওয়্যার ব্যবহার করা হবে যা কম্পিউটার ভিশন অ্যালগরিদেমের মাধ্যমে হাতের তালুর ছবি ধারণ করবে এবং তা এনক্রিপ্ট করবে। কাজটির জন্য কোনো অ্যামাজন অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না, শুধু ফোন আর ক্রেডিট কার্ড নাম্বার হলেই হবে। চাইলে অ্যামাজনের অনলাইন পোর্টাল থেকে নিজ বায়োমেট্রিক ডেটাও মুছে দিতে পারবেন ব্যবহারকারী।