গুগলের রিয়েল-টাইম ক্যাপশনিংয়ের জন্য আপনাকে এখন আর অ্যান্ড্রয়েড ফোনের দ্বারস্থ হতে হবে না। ডেকডোজন জানিয়েছে, গুগল ক্রোমের সর্বশেষ ক্যানারি বিল্ডে মিডিয়া চালানোর সময় লাইভ ক্যাপশন সুবিধা যুক্ত করা হয়েছে। খবর এনগ্যাজেট।
ফলে ব্যবহারকারী যদি তার সেটিংস থেকে ফিচারটি চালু করে তাহলে আলাদা কোনো সহায়তা ছাড়াই যেকোনো মিউজিক এবং ভিডিওর স্বয়ংক্রিয় ক্যাপশন দেখতে পাবেন। চাইলে সাউন্ড না শুনেই কিংবা যে ভাষা বুঝতে পারেন না সেটির ক্যাপশন দেখে নিতে পারবেন সহজেই।
ক্রোম ওএস, লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজে ক্যানারি সংস্করণ ব্যবহার করে এখনই ফিচারটি দেখা যাবে। তবে বেটা কিংবা স্ট্যাবল সংস্করণের জন্য ব্যবহারকারীদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
ডিবিটেক/বিএমটি