আপনি যদি খবরের জন্য বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করতে না চান, তাহলে আপনার জন্য নতুন অ্যাপ উন্মোচন করেছে মাইক্রোসফট। এই অ্যাপটি আপনার ডেস্কটপে স্ক্রলিং আকারে আঞ্চলিক খবর দেখাবে।
এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়, ‘নিউজ বার’ নামের এই অ্যাপটি বর্তমানে উইন্ডোজ ১০ এ পাওয়া যাচ্ছে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সাড়ে চার হাজারের অধিক পাবলিশারদের কাছ থেকে খবর সংগ্রহ করে প্রদর্শন করবে। এমনকি ব্যবহারকারী চাইলে শেয়ার বাজারের তথ্যও দেখতে পাবেন।
নিউজ বারটি আপনার টাস্কবারের ঠিক উপরে, ডানপাশে কিংবা বামপাশে অথবা ডেস্কটপের উপরের দিকে প্রদর্শন করা যাবে। এছাড়া টেক্সট অথবা ছবির প্রিভিউ হবে কিনা সেটি নির্বাচন করা যাবে। অনেক বেশি বিরক্তির হলে অ্যাপটি লুকিয়েও রাখা যাবে।
অ্যাপটি এখনও বেটা সংস্করণে রয়েছে। মাইক্রোসফট ব্যবহারকারীদের কাছ থেকে মতামত চাচ্ছে। তবে কোনো নিউজ পড়তে গেলে ডিফল্ট ব্রাউজারের তেয়াক্কা না করে এটি মাইক্রোসফটের এজ ব্রাউজারে খবরটি ওপেন করছে।
ডিবিটেক/বিএমটি