ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে নিরাপদ সংযোগ তৈরিতে এসএসএল সার্টিফিকেট ব্যবহার করা হয়। আর এই সার্টিফিকেট রিনিউ করার কথা বেমুলুম ভুলে গিয়েছিলো মাইক্রোসফট। ফলস্বরূপ সফটওয়্যার জায়ান্টটির অন্যতম সেবা মাইক্রোসফট টিমস কয়েক ঘন্টার জন্য ডাউন ছিলো।
ঘটনাটি সোমবার সকালের। মাইক্রোসফট টিমস ডাউন থাকায় মাইক্রোসফট সার্ভারের সাথে এইচটিটিপিএস সংযোগ তৈরিতে ব্যর্থ হয়। ব্যবহারকারীরা জানায়, এই ঘটনার জেরে তারা সেবাটি ব্যবহার করতে পারছিলেন না। সপ্তাহের শুরুতে সেবাটি ব্যবহার করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েন তারা।
প্রায় তিন বছরের পুরাতন সেবাটি কোম্পানি স্ল্যাক সেবার প্রতিযোগি। গতবছর মাইক্রোসফট টিমস এতে প্রাইভেট চ্যানেলস এবং কাস্টমস ভিডিও চ্যাট ব্যাকগ্রাউন্ড আনে। সম্প্রতি টেলিভিশন বিজ্ঞাপন ক্যাম্পেইন শুরু করেছে মাইক্রোসফট টিমস।
ডিবিটেক/বিএমটি