পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু। এই গ্রহাণুটির নাম ২১৬২৫৮ (২০০৬ ডব্লিউএইচ১)। লা সাগ্রা মানমন্দির থেকে ২০০৬ সালে প্রথম এই গ্রহাণু দেখা গিয়েছিলো। খবর এনডিটিভি।
আগামী ২০ ডিসেম্বর ভোর রাতে পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে এই গ্রহাণু। যেহেতু পৃথিবীর খুব কাছ থেকে এই গ্রহাণু উড়ে যাবে তাই এটিকে বিপদজনক গ্রহাণুর তালিকায় রাখা হয়েছে।
নাসা জানিয়েছে, গ্রহাণুর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের খুব কাছ থেকে যাবে। এই মুহূর্তে ২৬ হাজার মাইল প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণুটি। যা আকারে নিউ ইয়র্ক শহরের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকেও বড়।
গ্রহাণুটির ব্যাসার্ধ ১৭৭২ ফুট। শুক্র, বুধ এমনকি সূর্যের উপাদান রয়েছে এই গ্রহাণুতে। এই গ্রহাণুটি অ্যাপোলো পরিবারের অন্তর্ভুক্ত।
ডিবিটেক/বিএমটি