পরিকল্পনা ঠিকমতো হলে শিগগিরই নতুন মালিকানা পাচ্ছে টিকেট রিসেলার প্লাটফর্ম স্টাবহাব। অপর টিকেট রিসেলার ভায়াগোগো ৪.০৫ বিলিয়ন ডলারে ইবের কাছ থেকে কোম্পানিটি কিনতে রাজি হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিললে আগামী মার্চের মধ্যেই এই বেচাকেনার প্রক্রিয়া শেষ হবে। খবর এনগ্যাজেট।
ভায়াগোগো’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক বেকার স্টাবহাবেরও একজন সহ-প্রতিষ্ঠাতা। ২০৭ সালে ৩১০ মিলিয়ন ডলারে ইবে কোম্পানিটি কিনে নয়। যদিও এর আগেই এরিক বেগার স্টাবহাব ছেড়েছিলেন। তিনি বলেন, উভয় কোম্পানিকে একত্রিত করা আমার দীর্ঘদিনের আশা ছিলো।
বেকার বলেন, এর মাধ্যমে ক্রেতারা টিকেট কেনার জন্য এখন অধিক সুযোগ পাবেন। এছাড়া বিক্রেতারাও বৃহৎ ক্রেতার নেটওয়ার্ক পাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভালো দাম এবং লাভবান হবেন।
ডিবিটেক/বিএমটি