নিজেদের আইফোনে স্যাটেলাইট সেবা সম্প্রসারণের লক্ষে নতুন করে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। স্যাটেলাইট যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবালস্টারে এই বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, চুক্তির আওতায় গ্লোবালস্টারকে নগদ ১১০ কোটি ডলার দেবে অ্যাপল। একইসঙ্গে ৪০ কোটি ডলারে গ্লোবালস্টারের ২০ শতাংশ শেয়ার কিনবে কোম্পানিটি।
আগামী মঙ্গলবার এই চুক্তি সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিনিয়োগের একটি অংশ ঋণ পরিশোধে খরচ করবে গ্লোবালস্টার। এছাড়া নিজেদের স্যাটেলাইট নেটওয়ার্ক সক্ষমতার প্রায় ৮৫ শতাংশ অ্যাপলকে দেয়া হবে।
বর্তমানে ৩১টি কৃত্রিম উপগ্রহ রয়েছে গ্লোবালস্টারের। এছাড়া আরও ২৬টি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠানোর প্রস্তুতি নিয়েছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি