ফেইসবুকে কনটেন্ট নির্মাতাদের নিষেধাজ্ঞা এড়ানো উপায় কিছুটা সহজ করছে সোশাল মিডিয়া জায়ান্ট কোম্পানিটি মেটা। এজন্য সম্প্রতি নতুন একটি নীতি ঘোষণা করা হয়েছে। মেটার ভাষ্য, “আমরা বিশ্বাস করি, কনটেন্ট কেন সরানো হল, তা সবাইকে বোঝানো গেলে একই ঘটনার পুনরাবৃত্তি কমে আসবে। আর এটা শুধু ন্যায্য নয়, বরং আরও কার্যকর একটি পদ্ধতি”।
মেটার ঘোষিত নীতিমালা অনুযায়ী, পেশাদার অ্যাকাউন্ট নির্মাতা ও ব্যবহারকারীরা ফেইসবুক অ্যাপের মধ্যে থাকা ‘এডুকেশনাল ট্রেইনিং’ পূরণ করার সুযোগ পাবেন। ফলে, প্রথমবার প্ল্যাটফর্মটির কমিউনিটি মানদণ্ড লঙ্ঘন করলেও অ্যাকাউন্টে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়ানো যাবে।
এক ব্লগ পোস্টে এ পরিবর্তনের ঘোষণা দেওয়ার সময় মেটা বলেছে, কোম্পানির শাস্তিমূলক ব্যবস্থা, যেখানে একাধিক নিয়ম লঙ্ঘনের পর মনিটাইজেশন টুলের মতো কয়েকটি সুনির্দিষ্ট ফিচার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, তা অনেক কনটেন্ট নির্মাতার কাছেই হতাশাজনক মনে হতে পারে।
নতুন এই নীতির অধীনে, প্রথমবার নিয়ম ভাঙার পর অ্যাকাউন্টে যুক্ত হওয়া সতর্কবার্তা সরানোর সুযোগ পাবেন কনটেন্ট নির্মাতারা। তবে, এক্ষেত্রে তাকে নিয়ম ভাঙার জন্য কারণ দর্শাতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। তবে, যৌন নিপিড়ন, ঝুঁকিপূর্ণ বিভিন্ন ওষুধ বিক্রি বা বিপজ্জনক কোনো সংগঠন বা ব্যক্তিকে হেয় করার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে সতর্কবার্তা সরবে না। এর পরিবর্তে, সিস্টেমটি কনটেন্ট নির্মাতাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ সংশোধনের পরামর্শ দেবে।
প্রসঙ্গত, গতবছর ফেসবুক ব্যবহারকারীর পোস্ট সীমাবদ্ধ করে রাখার সক্ষমতার পরিবর্তে মনযোগ দিয়ে তাদেরকে কোম্পানির বিভিন্ন নিয়ম শেখানোর বিষয়টিতে গুরুত্বারোপ করে মেটা। সাম্প্রতিক এই নীতি পরিবর্তন কেবল পেশাদার অ্যাকাউন্ট শুরু করা কনটেন্ট নির্মাতাদের বেলায় প্রযোজ্য হলেও কোম্পানি বলছে, আসন্ন মাসগুলোয় এটি আরও বিস্তৃত পরিসরে চালু করার পরিকল্পনা আছে তাদের।