বিজ্ঞাপন প্রচারে আগামী বছরেই প্রতিদ্বন্দ্বি কোম্পানিগুলোর সাথে তাল মিলিয়ে অ্যামাজন তাদের প্রাইম ভিডিওতে বিজ্ঞাপন আনতে যাচ্ছে। মূলত আরও উচ্চদামে বিজ্ঞাপনবিহীন প্যাকেজ আনতেই এই উদ্যোগ নিচ্ছে কোম্পানিটি।
করোনার পর থেকেই সাবস্ক্রাইবারের সংখ্যা ক্রমশ কমতে থাকায় স্ট্রিমিং ইন্ডাস্ট্রি নানাভাবে তাদের আয়ের ধারাকে উচ্চমুখী রাখার প্রানান্ত চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন ও আকর্ষণীয় কনটেন্টের পাশাপাশি তাদেরকে বিজ্ঞাপন থেকে আয়েরও চেষ্টা চালাতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, ২০২৪ সালের প্রথমদিকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী এবং কানাডাতে বিজ্ঞাপন চালু করা হবে। পরবর্তীতে ঐবছরই ফ্রান্স, ইটালি, স্পেন, মেক্সিকো এবং অস্ট্রেলিয়াতে বিজ্ঞাপন সেবা চালু করা হবে।
বিজ্ঞাপনবিহীন প্যাকেজের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের বর্তমানের প্রাইম সাবস্ক্রিপশনের ১৪.৯৯ ডলারের পাশাপাশি বাড়তি ২.৯৯ ডলার খরচ করতে হবে। অন্যান্য দেশের খরচ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে অ্যামাজন।
ডিবিটেক/বিএমটি