কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই ডাবলিনে নতুন অফিস চালু করেছে। এটি কোম্পানির তৃতীয় কোনো অফিস। বৃহস্পতিবার মাইক্রোসফটের মালিকানা থাকা কোম্পানিটি এই খবর জানিয়েছে। খবর রয়টার্স।
ওপেন এআই এর সদর দফতর সান ফ্রান্সিসকোতে অবস্থিত। গত জুনে লন্ডনেও আরেকটি অফিস চালুর ঘোষণা দেয় কোম্পানিটি।
প্রাথমিকভাবে বিভিন্ন টিমে মাত্র ৯ জনকে নিয়োগের মাধ্যমে ডাবলিন অফিসটি ছোট পরিসরে শুরু করছে ওপেনএআই। তবে শিগগিরই আরও কিছু পদে লোক নেয়া হবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান কৌশলগত কর্মকর্তা জ্যাসন কোউন।
ডিবিটেক/বিএমটি