করোনা মহামারীর সময়ে জনপ্রিয় হয়েছিলো ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি। সেই সময় লকডাউনের জেরে অফিসে গিয়ে কাজ করার সুযোগ ছিলো না। তাই বিভিন্ন সংস্থা কর্মীদের কর্মস্থানে না এসে বাড়ি বসে কাজ করার পরামর্শ দিয়েছিলো। এর জন্য প্রয়োজনীয় বন্দোবস্তও করে দিয়েছিলো অফিসই। কিন্তু এখন আর কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিতে নারাজ সেইসব সংস্থা। সম্প্রতি কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ইমেইলে সতর্কবার্তা পাঠিয়েছে মেটা কর্তৃপক্ষ।
মেটা তাদের রিটার্ন টু অফিস (আরটিও) পলিসিতে ঘোষণা করেছে যে, কর্মীদের অবশ্যই অফিসে এসে কাজ করতে হবে, নয়তো তাঁদের বরখাস্ত করা হবে।
মেটার মানবসম্পদ বিভাগের প্রধান লোরি গোলার নতুন করে আরটিও পলিসি সাজিয়েছেন এবং তা কর্মীদের ইমেইল করে পাঠানোর পাশাপাশি কোম্পানিটির অন্তর্বর্তী যোগাযোগ মাধ্যম ‘ওয়ার্কপ্লেস’- এও জানিয়েছেন।
নতুন পলিসিতে বলা হয়েছে, সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করতে হবে কর্মীদের। তবে যেসমস্ত কর্মীদের ক্ষেত্রে ইতিমধ্যেই পুরোপুরিভাবে রিমোট ওয়ার্ক এর অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা নতুন নিয়মের আওতায় পড়বেন না।
ডিবিটেক/বিএমটি