চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কর্পোরেশন এক ট্রিলিয়ন ডলার সম্পদের ঘরে প্রবেশ করেছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চিপ নির্মাতা কোম্পানিটি সম্প্রতি মার্কেট ক্যাপিটালাইজেশন বা শেয়ার বিক্রির মাধ্যমে এ কীর্তি গড়ে। এর মাধ্যমে ট্রিলিয়ন ডলারের মূলধনি ক্লাবে প্রথম মার্কিন চিপ নির্মাতা হিসেবে নাম লিখিয়েছে টেক জায়ান্টটি।
এআই খাতের সফলতা এনভিডিয়াকে অভাবনীয় মূলধন অর্জনে সহায়তা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি নিউজের তথ্যানুযায়ী, সম্প্রতি কোম্পানির শেয়ার মূল্য ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। গত এক সপ্তাহে বৃদ্ধির হার প্রায় ২৫ শতাংশ। এআইয়ের ঊর্ধ্বমুখী চাহিদা প্রযুক্তি জায়ান্টটির শেয়ারদর বাড়াতে ভূমিকা রেখেছে। কেননা এনভিডিয়া করপোরেশন এআইয়ের জন্য সবচেয়ে উন্নত চিপ, সিস্টেম এবং সফটওয়্যার তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৪০৮ ডলার।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়া এআই চিপ তৈরিতে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ বলছেন প্রতিষ্ঠানটির বর্তমান শেয়ার মূল্য অতিরিক্ত। অক্টোবরের পর থেকে এনভিডিয়া শেয়ার মূল্য বেড়েছে প্রায় ২০০ শতাংশ।
ডিবিটেক/বিএমটি