এতোদিন প্রতিমাসে ৪ দশমিক ৯৯ ডলারে অ্যামাজন মিউজিক সাবস্ক্রিপশন নিতে হতো। এবার মাত্র ৯৯ সেন্টে অথাৎ এক ডলারেরও কম মূল্যে প্রতিমাসে প্রাইম সাবস্ক্রিপশনের সাথে এই পেইড মিউজিক সেবা ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে অ্যামাজন। খবর রয়টার্স।
নতুন এবং বিদ্যমান শিক্ষার্থীরা এখন প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সাথে অ্যামাজন মিউজিক আনলিমিটেড সাবস্ক্রাইব করতে পারবেন, যেখানে ৫০ মিলিয়নের অধিক গান শুনতে পারবেন তারা।
সচরাচর মূল্য থেকে ৫০ শতাংশ কমিয়ে ৬ দশমিক ৪৯ ডলারের বিনিময়ে অ্যামাজন প্রাইম স্টুডেন্ট মেম্বারশীপ গ্রহণ করা যাবে। সাথে থাকছে অনলাইন অর্ডারে ফ্রি টু-ডে শিপিং এবং এর ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম প্রাইম ভিডিওর অ্যাক্সেস।
ডিবিটেক/বিএমটি