খরচের রাশ টানতে মোট কর্মীর ৬ শতাংশ হারে ১২ হাজার কর্মী ছাঁটাই পরিকল্পনার মধ্যে আর্থিক পুরস্কার পেলেন অ্যালফাবেট প্রধান নির্বাহী সুন্দর পিচাই। ক্ষতিপূরণ বাবদ কোম্পানির পক্ষ থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকার (২২ কোটি ৬০ লাখ ডলার) স্টক পেয়েছেন তিনি।
পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানি হিসেবে শুক্রবার দেওয়া (সিকিউরিটিজ ফাইলিং) তথ্যে বিষয়টি জানা গেছে। তা থেকে দেখা গেছে, তিনি যে পরিমাণ বেতন–ভাতা পেয়েছেন, তা অ্যালফাবেট কর্মীদের আয়ের ৮০০ গুণ। এতে গুগলের উপর মহল এবং মাঝারি ও নীচের মহলের কর্মীদের মধ্যে আয়ের পার্থক্য ক্রমশ বেড়ে চলেছে। এই বৈষম্য রীতিমতো উদ্বেগ তৈরি করেছে কর্মীদের মাঝে।
এমন সমালোচনার মধ্যে খবরে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্লারা কাউন্টির লস আল্টোসে অবস্থিত সুন্দর পিচাইয়ের বাড়িটি। সুন্দর পিচাই এই বাড়ি কিনেছিলেন ৪২৫ কোটি টাকায়। এরপর বাড়ির অন্দরসজ্জায় খরচ হয়েছে ৬৩ কোটি টাকার বেশি। ৩১ দশমিক ১৭ একর জমির ওপর অবস্থিত এই বাড়ির নকশাকার তার স্ত্রী অঞ্জলি। স্থাবর-অস্থাবর মিলিয়ে সুন্দর পিচাইয়ের মোট সম্পদের পরিমাণ এখন ১৩১ কোটি মার্কিন ডলার।