গুলশান -২ মোড়ের তাহের টাওয়ারে বাংলাদেশে নিজেদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার স্থাপন করেছে লজিটেক। বৃহস্পতিবার টাওয়ারের লেভেল ওয়ানে ফিতা কেটে এই কনসেপ্ট স্টোরটি উদ্বোধন করেন লজিটেক ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রাঃ লিমিটেডের সাউথ এশিয়া ফন্টিয়ার মার্কেট প্রধান পার্থ ঘোষ। এসময় উথ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটস মার্কেটিং ম্যানেজার প্রিয়াংক মানডিরত্ত (priyank mandiratta), লজিটেক বাংলাদেশের চ্যানেল ম্যানেজমেন্ট প্রধান আরিফুল ইসলাম চৌধুরি, চ্যানেল ম্যানেজার শরিফ উদ্দিন, অ্যাকাউন্টস স্পেশালিষ্ট ( ইটেইল অ্যান্ড ইমারজিং চ্যানেল) সিয়ামি বিনতে বেলায়েত।
উদ্বোধন পরবর্তী সময়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের তারুণ্য ও প্রযুক্তিপ্রিয়তার প্রশংসা করে পার্থ বলেন, কৃষি নিয়ে শাইখ সিরাজের ভ্লগ আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করি এদেশে কৃষি প্রযুক্তিতে দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রযুক্তি দারুণ সম্ভাবনা রয়েছে। অপার সম্ভাবনা আছে এদেশের মোট জনগণের ৭০ শতাংশ তারুণ্য শক্তির। কোভিডে জুম কল, হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কলে তারা অভ্যস্ত হয়ে উঠেছে। জিডিপি বেড়েছে। সেখানেই অংশী হতে, বাজার বাড়াতে এই টাচ অ্যান্ড ফিল দেয়ার সুযোগ তৈরি করলো লজিটেক।
এক প্রশ্নের জবাবে এখনই বাংলাদেশে কারখানা করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান পার্থ। জানালেন, যেহেতু ওয়ারেন্টি মেয়াদের মধ্যে লজিটেক পেরিফেরালসগুলোর ত্রুটি দেখা দিলে পুরোনো বদলে নতুন পণ্য দেয়া হয় সে জন্য সার্ভিস সেন্টারও করছে না তারা। বাংলাদেশে ভিডিও কলিংয়ে তাদের ব্যপক প্রসারের পর এবার মনোযোগ দেবে গেমিং পেরিফেরালস এর দিকে।