‘ইঞ্জিনিয়ার্স ডে-২০২২’ উপলক্ষে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)শনিবার (৭ মে) থেকে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত বিদ্যুৎ সেবা সপ্তাহ ঘোষণা করেছে।
শনিবার বিদ্যুৎ ভবনে অবস্থিত ডিপিডিসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
সেবা সপ্তাহে ডিপিডিসির গ্রাহকদেরকে দ্রুততার সঙ্গে নতুন সংযোগ প্রদান, মিটার ও নাম পরিবর্তন, বিদ্যুৎ বিল সংশোধন, প্রিপেইড মিটারের কার্ড রিচার্জ এবং তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধান করা হবে। এছাড়া বৈদ্যুতিক দুর্ঘটনা সম্পর্কে গ্রাহকদের তথ্য প্রদানের মাধ্যমে সচেতন করা হবে। ডিপিডিসির ৩৬টি এনওসিএস বিভাগের মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে এসব সেবা পাবেন।
ইঞ্জিনিয়ার্স ডে-২০২২ উপলক্ষে ডিপিডিসি-তে কর্মরত প্রকৌশলীদের মধ্য থেকে সার্বিক মূল্যায়নের মাধ্যমে আরিফ শাহরিয়ার, উপ-বিভাগীয় প্রকৌশলীকে (সিস্টেম প্রটেকশন) শ্রেষ্ঠ প্রকৌশলী-২০২২ পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রযুক্তিভিত্তিক দেশ গঠনে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র সাবেক সভাপতি প্রকৌশলী আবদুস সবুর।
অনুষ্ঠানে অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার কথা তুলে ধরেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। উদ্ভাবন ও জ্ঞান চর্চার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা ও ডিপিডিসিকে একটি মডেল বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য প্রকৌশলীদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘ব্যবস্থাপক হিসেবে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী (ডিজাইন) কাজী আশিকুর রহমান।
অনুষ্ঠানে ডিপিডিসি’র সব নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিপিডিসি’র সব পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগদান করেন।