নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে প্রধামন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকা থেকে সিংড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু একটি নামই নয়, একটি শক্তি। অনুপ্রেরণার অপর নাম।
এসময় তিনি আওয়ামীলীগ সভানেত্রীর জন্য সকলের কাছে দোয়া এবং তাঁর সুস্থতাময় দীর্ঘায়ু কামনা করেন প্রতিমন্ত্রী।
এর আগে প্রতিমন্ত্রী পলক ভূমি সেবা নিশ্চিতকরণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি কর্মকর্তা ও সেবা গ্রহিতাদের সাথে মতবিনিময় করে শতভাগ দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ’লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমূখ।
এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে সরকারের উদ্যোগে এক কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছ গাছ লাগানোর কর্মসূচি পালন করেন।