দেশের নীতিনির্ধারণী বিষয়ক নির্মোহ ও সার্বিক পর্যালোচনা নিয়ে প্রকাশ হলো ব্যতিক্রমী সমায়িকী হোয়াইটবোর্ড। ছাপা আকারে ছাড়াও ই-বুকে প্রকাশ হয়েছে ম্যাগাজিনটি।
রবিবার সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পত্রিকাটি উদ্বোধন করেন ম্যাগাজিনটির প্রধান সম্পাদক বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
সৈয়দ মফিজ কামালের সঞ্চালনায় ওয়েবিনারে ম্যাগাজিনের নানা দিক তুলে ধরেন ড. সামিয়া হক।
অনুষ্ঠানে ভার্চুয়াল শুভেচ্ছা জানান হোয়াইট বোর্ড উপদেষ্টা বোর্ডের সদস্য জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন সৈয়দ আক্তার মাহমুদ, সোনিয়া বশির কবির, আসিফ সালেহসহ অন্যান্যরা।