আগামী পাঁচ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের আঙ্গীকারের কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, ডিজিটাল সুবিধার ফলে প্রায় ৪০০ কিলোমিটার দূরে থেকেও আমি পঞ্চগড়ে সংযুক্ত হতে পেরেছি। আজকে দেশে বঙ্গবন্ধুর কন্যার বদৌলতে দেশের দুই কোটির বেশি মানুষ সামাজিক বেষ্টনির অধীনে রয়েছেন। এই সকল উপকারভোগীকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দ্রুততার সঙ্গে সমান সুযোগ নিশ্চিত করতে আমরা প্রযুক্তিকেই মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। কেননা বিদ্যমান সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে সাড়ে ৭০০ কোটি মানুষের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু একজন মানুষের লোভ কখনোই মেটানো সম্ভব নয়। এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করলে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করার অবকাশ থাকবে না।
ইতোমধ্যেই ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে স্থানীয় মানুষ ২০০ শকাধিক সেবা পাচ্ছে, সাড়ে তিন হাজার ভূমি অফিস থেকে সহজেই ই-মিউটেশন করতে পারছেন এবং আরো ৯০০ সেবার ডিজিটাল রূপান্তর করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহার করে আমরা ইনশাআল্লাহ আগামী ৫ বছরের মধ্যে একটি দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু সমন্বয় ও সুষম বণ্টনের ডিজিটালাইজেশন উদ্যোগ হিসেবে চালু সবুজ পাতা অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পৌর মেয়র মো: তৌহিদুল ইসলাম, সবুজপাতা সফটওয়্যার অ্যাপসের প্রধান উপদেষ্টা কৌশিক নাহিদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।