দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে অর্থ ও শিল্পখাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে “কোভিড-১৯ এন্ড সাস্টেইনেবল ডিজিটাল টেকনোলজি ট্রান্সফরমেশন” বিষয়ে ধারাবাহিক ওয়েবইনার শুর হচ্ছে আগামী শনিবার।
ছয় পর্বের এই সাপ্তাহিক লিডস্পিক ওয়েবইনারটিতে ডিজিটাল অস্তিত্বের ভিত্তিতে দেশের অর্থ ও ব্যবসাখাতের পরবর্তী রূপান্তর ও পুনরুজ্জীবনের বিষয়ে আলোকপাত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ওয়েবিনারের প্রথম অধিবেশনে ১৯ সেপ্টেম্বর আলোচনা হবে ফিনটেক ও এমএফএস বিষয়ে। এছাড়াও ২৬ সেপ্টেম্বর- ডিজিটাল কমার্স, ৩ অক্টোবর- রিটেইল অ্যান্ড সাপ্লাই চেইন, ১০ অক্টোবর- ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, ১৭ অক্টোবর- স্বাস্থ্য ও শিক্ষা এবং ২৪ অক্টোবর আলোচনা হবে আইসিটি ও ডেটা নিরাপত্তা বিষয়ে।
লাইটহাউজ বাংলাদেশ এর আয়োজনে ধারাবাহিক এই লিডস্পিক ওয়েবইনারের সহযোগী গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এবং মাস্টারকার্ড।