রবিবার (২৫ আগস্ট) থেকে নতুন নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চালু হচ্ছে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। আজ শনিবার (২৪ আগস্ট) ডিএমটিসিএল সূত্রে তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের জন্য মেট্রোরেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলি ডিএমটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামবে না। ওই দুই স্টেশনে যাত্রীসেবা কার্যক্রমও বন্ধ থাকবে।
ওয়েবসাইট থেকে জানাগেছে, মেট্রোরেল স্টেশন হতে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত একমুখী ভ্রমণ টিকিট কেনা যাবে। একই সঙ্গে MRT Pass ক্রয় এবং MRT/Rapid Pass Top up করা যাবে;
রাত ০৮টা ৫০ মিনিট পর্যন্ত। এর পর মেট্রোরেল স্টেশনসমূহের সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।
সূত্রমতে, রবিবার সকাল ১০টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে চড়ে সচিবালয় মেট্রোরেল স্টেশনে গিয়ে নামবেন। সেখানে স্টেশনের কনকোর্স লেভেলে (২য় তলা, নর্থ সাইড, নন পেইড জোন) উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।