প্রযুক্তি সংশ্লিষ্ট দুই হাজারের বেশি চাকরি নিয়ে শনিবার ঢাকায় বসছে দেশের সবচেয়ে বড় চাকরি মেলা। তৃতীয় বারের মতো রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মেলা আইটি জব ফেয়ার।
যৌথভাবে মেলার আয়োজন করেছে ক্যারিয়ার ম্যানেজমেন্ট জব পোর্টাল বিডিজবস ডটকম লিমিটেডে এবং আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প।
অনলাইনের বাইরে সরাসরি চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের এই মিলন
মেলায় অংশ নিতে এরই মধ্যে ২০ হাজারের বেশি আগ্রহী নিবন্ধন করেছেন বলে আয়োজক সূত্রে জানাগেছে। সূত্রমতে, মেলায় ডেটা এন্ট্রি থেকে এআইটুল ডেভেলপার হিসেবে যোগ্য প্রার্থীকে নিয়োগ দিতে উপস্থিত থাকবে ১০০টি ইউটি প্রতিষ্ঠান। তবে মোট পদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার, টেস্ট ইঞ্জিনিয়ার এবং প্রোডাক্ট ম্যানেজার।
cheap lasuna for sale – lasuna cost buy generic himcolin for sale