ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ (৫৮২ ভোট) ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন (৬০৭) জয়লাভ করেছেন। মোট ৭৯৪ ভোট পেয়ে দৈনিক মানবজমিন এর সিনিয়র রিপোর্টার মো. রাশিম (রাশিম মোল্লা) তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনভর নির্বাচন শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। তিনি জানান, মোট ১৭৩১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪০৪ জন।
ফলাফল অনুযায়ী, অন্য বিজয়ীরা হলেন-সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্ধিতায়) মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ)।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা এবং অনলাইন মিডিয়ায় কর্মরত প্রতিবেদকরা এ সংগঠনের সদস্য।