উইনার ও অনারেবল দুই ক্যাটাগরিতে দেয়া স্টার ডিইআই টিম অব দ্য ইয়ারে নির্বাচিত ১০ উদ্যোগের মধ্যে দ্যুতি ছড়ালো প্রযুক্তি অঙ্গনের দুই উদ্যোগ। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই-ফিকি) ৬০ বছর পূর্তীর স্টার ডিইআই টিম অব দ্য ইয়ার স্পেশাল মেনশন পেয়েছে গ্রামীণফোন এবং চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার অর্জন করেছে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে গ্রামীণফোন বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। গ্রামীণফোনের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান। এসময় তার সঙ্গে ছিলেন গ্রামীণফোনের হেড অব পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসাইন সাদাত এবং হেড অব নেটওয়ার্ক সার্ভিস এ কে এম আল আমিন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শি প্লাটফর্ম তৈরি এবং সিএক্সওসহ গত পাঁচ বছরে নারী কর্মী অন্তর্ভূক্তি সূচক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করায় এই সম্মনাননা অর্জন করে জিপি।

আর কৃষি নিয়ে অধ্যয়নরত মেয়েদের কৃষি শিল্পে অন্তর্ভূক্তির মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি ও সফলতার জন্য দক্ষতা উন্নয়নে ‘সমাবেশ’ প্লাটফর্ম গড়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড দল। দলটি ক্ষুদ্র ও কুটির কৃষকদের এনেছে একটি প্লাটফর্মে।
ঢাকার হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ৩৫টি দেশের দুই শতাধিক সদস্যের প্রতিনিধিত্বকারী সংগঠন এফআইসিসিআইয়ের দুই দিন ব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে সোমবার রাতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উইনার হয়েছে স্টার ডিইআই টিম অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ডিইআই চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি জাকিয়া সুলতানা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।