প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তথ্যপ্রযুক্তির এই জনশক্তিকে যথাযথ উদ্ভাবনী শক্তিতে বলিয়ান রাখার উদ্দেশ্য নিয়ে গঠিত হলো “ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব লিঃ”। ২০ জুলাই সন্ধ্যায় ৪৪ জন ফাউন্ডার সদস্য নিয়ে ঢাকা বোট ক্লাব এ “ফাউন্ডার’স নাইট” অনুষ্ঠানে আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা ঘোষনা করেন ক্লাব সভাপতি বিপ্লব চন্দ্র বিশ্বাস।
স্বাগত বক্তব্যে ক্লাবের প্রথম পরিচালনা পরিষদের সভপতি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, এই ক্লাব অন্যান্য ক্লাবের মত এন্টারটেইনম্যান্ট ক্লাব হলেও এখানে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরের ব্যাবসায়িক উদ্যোগতাদের পারস্পরিক সহযোগিতার একটি মঞ্চ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি উপস্থিত ফাউন্ডার সদস্যদের কাছে ক্লাবের প্রথম পরিচালনা পরিষদকে পরিচয় করিয়ে দেন। এই পরিষদে সহ সভাপতি ইশতিয়াক সারোয়ার, সাধারণ সম্পাদক জাকের জাহান শুভ্র, সহঃ সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক খান রিকু, অর্থ সম্পাদক সাকিব সরকার এবং মজিবুর রহমান শ্যামল, নাফিস আহসান চৌধুরী, আশিকুল ইসলাম তমাল ও আব্দুল মালেক আরিফ পরিচালক হিসেবে আছেন।
“ফাউন্ডার’স নাইট” অনুষ্ঠানের টাইটেল স্পসর ছিলো পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান “আমার পে” গোল্ড স্পসর হিসেবে ছিলেন স্টার লাইট ট্যুরস এন্ড ট্রাভেলস ও দ্যা মল বিডি ও গিফট স্পসর হসেবে ছিলেন লিভিং টেক্স, যান্ত্রিক ও আলমিরাহ।