ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে সোমবার (২৪ এপ্রিল)। এই কয় দিনে নীড়ের টানে ঢাকা ছেড়েছিলো ১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৭৮৬টি সিম। আর নানা প্রয়োজনে ঢাকায় প্রবেশ করে প্রবেশ করে ২৭ লাখ ৯০ হাজার ৭৯০টি সিম। বছর ব্যবধানে এই সংখ্যাটা প্রায় অর্ধেকের মতো। কেননা, গত বছরের মে- মাসে ঈদে ঢাকার বাইরে গিয়েছিলো ৭২ লাখ ৫ হাজারের বেশি সিমকার্ড।
পরিসংখ্যান বলছে, ছুটিতে ঈদের আগের দিন ২১ এপ্রিল ঢাকা ছেড়েছেন সর্বোচ্চ ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮টি সিম। ঢাকা ছাড়ায় শীর্ষে ছিলেন গ্রামীণফোন সিম ব্যবহারকারীরা। এই সময়ে ঢাকা ছেড়েছে এই অপারেটরের ৩৮ লাখ ৪০ হাজার ৪১৪টি সিম। এছাড়াও বাংলালিংকের ৩৫ লাখ ৮৭ হাজার ৫৪, রবি’র ২৬ লাখ ৪ হাজার ৩৯৮ এবং রাষ্ট্রায়াত্ব টেলিটকের ১ লাখ ২৭ হাজার ৯২০টি সিম ঢাকা ত্যাগ করে।
ঈদের ছুটিতে যে শুধু নাগরিকরা রাজধানী ছেড়ে গেছেন তা নয়। একই সময়ে ঢাকা প্রবেশ করে সর্বোচ্চ প্রায় সাড়ে ১৮ লাখ বাংলালিংক সিম ব্যবহারকারী।
একদিনে সর্বোচ্চ ৬ লাখ ৬৭ হাজার সিম এসেছে ঢাকার নেটওয়ার্কে। তবে স্বাভাভিক নিয়মেই ঢাকায় আগমনের হার ধারাবাহিক ভাবে কমেছে ঈদের ছুটির আগের দিন থেকেই। আজ থেকে বদলে যেতে শুরু করবে এই চিত্রপট।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মেস্তাফা জব্বারের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশিত রবিবারের পরিসংখ্যান থেকেই এমন অনুমান করা যাচ্ছে। ঈদের আগে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছিল, ঈদে প্রায় এক কোটি মানুষ এবার ঢাকা ছেড়ে ঘরমুখী হবেন। অনেকেই একাধিক সিম ব্যবহার করা এবং একটি পরিবারের শিশু এবং মোবাইল ব্যবহার না করা ব্যক্তির হিসাবের বাইরে থাকায় এই হিসাবকে গড় হিসাব বলে মনে করছেন উপাত্ত বিশ্লেষকরা।