চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলির প্রতিষ্ঠাতা নতুন কোম্পানির ঘোষণা দিয়েছেন। স্মার্টফোন বাজারে প্রবেশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা কোম্পানিটি ২০২৩ সালে প্রথম স্মার্টফোন উন্মোচন করবে। প্রথম বছরে ত্রিশ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে ছাড়বে কোম্পানিটি। খবর রয়টার্স।
ভলভোর মালিকানা প্রতিষ্ঠান গিলি জানিয়েছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এরিক লি (লি সুফু নামেও পরিচিত) প্রিমিয়াম স্মার্টফোন কোম্পানি খুলছেন। যদিও অ্যাপল, স্যামসাং, শাওমির মতো জায়ান্টগুলো এই সেগমেন্টে প্রতিযোগিতামূলক বাজার তৈরি করে রেখেছে।
লি অবশ্য বিভিন্ন ভবিষ্যৎ সম্ভাবনাময় ভেঞ্চার যেমন উড়ন্ত গাড়ি এবং হেলিকপ্টার ট্যাক্সির মতো বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠা করেছেন। তবে স্মার্টফোন বাজারে তার নতুন কোম্পানিকে অবশ্যই দারুন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে।
এর আগে স্মার্টফোন কোম্পানি ইলেকট্রিক ভেহিকল মার্কেটে প্রবেশ করলেও কোনো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের স্মার্টফোন বাজারের প্রবেশের ক্ষেত্রে গিলিই প্রথম হতে যাচ্ছে।
নতুন প্রতিষ্ঠানের ৫৫ শতাংশ মালিকানা হাতে রেখেছেন গিলি প্রতিষ্ঠাতা লি। এক বিবৃতিতে লি বলেছেন, বুদ্ধিবৃত্তিক বাহনের ককপিট ও স্মার্টফোন প্রযুক্তির মধ্যে ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। আগামীতে ব্যবহারকারীদের জন্য সম্মিলিত ইকোসিস্টেম তৈরি করা এবং সুবিধাজনক, স্মার্ট ও নির্বিঘ্নভাবে একাধিক স্ক্রিণে সেবা দেয়ার প্রবণতা বাড়বে।
উহান ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জোনের সাথে লি’র নতুন কোম্পানি হুবেই শিংজি সিডাই টেকনোলজি কো. লিমিটেড এক চুক্তি স্বাক্ষর করেছে। উহান প্রদেশের এই কেন্দ্রীয় শহরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় প্রতিষ্ঠা করা হবে, যেখানে স্মার্টফোনসহ স্মার্ট ডিভাইস তৈরি করা হবে।
ডিবিটেক/বিএমটি