মাঠের রাজার রজসিকতার তকমায় ৯০ শতাংশ কর অবকাশ সুবিধা নিয়ে বাংলাদেশে প্রি-বুকিং শুরুর মধ্য দিয়ে রয়্যাল এন ফিল্ড ব্র্যান্ডের মোটর সাইকেল বাজারে ছাড়লো ইফাদ মোটরস। সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়া ট্রায়েলের মাধ্যমে মূলতো খবরটি শেয়ার করে ইফাদ কর্তৃপক্ষ। পরে টিভি ক্যামেরা ট্রায়েলে তেজগাঁওয়ের ফ্লাগশিপ শোরুম উদ্বোধন করে ভারতীয় এই ব্র্যান্ডটি বাংলাদেশের পাশাপাশি সার্কভুক্ত দেশের বাজার দখল করার আভাস দিয়েছে।
জানাগেছে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে অবস্থিত রয়্যাল এনফিল্ড-এর নতুন উৎপাদন ইউনিটটি নেপাল, ব্রাজিল, থাইল্যান্ড, কলম্বিয়া এবং আর্জেন্টিনার পর স্থাপন করা বিশ্বের সপ্তম উৎপাদন ইউনিট।
ফেসবুক লাইভে বাংলাদেশে উৎপাদন ইউনিটের উদ্বোধন উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে এবং রয়্যাল এনফিল্ডের বিশ্বব্যাপী লক্ষ্য সম্পর্কে বক্তব্য রাখেন, রয়্যাল এনফিল্ডের সিইও, বি. গোবিন্দরাজন।
বাংলাদেশের বাজার নিয়ে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু কুমিল্লা জেলায় অবস্থিত এই উৎপাদন ইউনিটটি অত্যাধুনিক যা বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। প্রাথমিক পর্যায়ে, এই ইউনিট বিশেষত বাংলাদেশের বাজারের জন্য হান্টার ৩৫০, মিটিওর ৩৫০, ক্লাসিক ৩৫০ এবং বুলেট ৩৫০ এই চারটি ফ্ল্যাগশিপ মডেলের স্থানীয় উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে।
রয়্যাল এনফিল্ডের চিফ কমার্শিয়াল অফিসার যাদবিন্দর সিং গুলেরিয়া জানিয়েছেন, বাংলাদেশে সিকেডি করা ৩৫০ সিসি’র হান্টার এর দাম ৩ লাখ ৪০ হাজার, ক্লাসিক ৪ লাখ ৫ হাজার, বুলেট ৪ লাখ ১০ হাজার এবং মিটিওর ৪ লাখ ৩৫ হাজার থেকে শুরু হবে।