বিশ্বের উন্নত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশেও উদ্বোধন করা হলো মিতসুবিশি’র নতুন আউটল্যান্ডার স্পোর্ট কার। বাংলাদেশের পরিবেশ ও রাস্তা বিবেচনায় বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁও নিজেদের শো-রুমে মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট কারটির বাণিজ্যিক উন্মোচন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বাজারে আসা নতুন এই অত্যাধুনিক ফিচার উপস্থাপন করা হলো গণমাধ্যমকর্মীদের সামনে। গাড়িটি ২০০ মিলিমিটার রাস্তাতে সহজেই ঘুরতে পারে গাড়িটি।
একইসঙ্গে ভেঁজা-স্যাতসেতে ও পিচ্ছিল রাস্তায় চলতে গিয়ে গাড়ির ভারসাম্য ও ওজনকে নিয়ন্ত্রিত হওয়া মুন্সিয়ানা রয়েছে গাড়ির হার্ডওয়ারে প্রযুক্তিতে। এজন্য আছে ৪টি বিশেষ ড্রাইভিং মোড। ৮ ইঞ্চির সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। টাচ স্কৃনসহ ১২ দশমিক ৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে, নেভিগেশনসহ সর্বাধুনিক প্রযুক্তি। এছাড়াও আছে ওয়ারলেস চার্জার সহ একাধিক চার্জিংপোর্ট এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেক পার্কিং সেন্সর।
মৌচাকের প্যাটার্নে নকশায় ১৫০০ সিসি’র গাড়িটিতে আছে দৃষ্টিনন্দন টি’ শেপের হেডলাইট ও রিয়ার কম্বিনেশন লাইট। অভিজাত ক্রসওভার টু হুইলের পারিবারিক গাড়িটির দাম ধরা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার। মিলবে ছয়টি ভিন্ন রঙে। ঢাকার রাস্তায় লিটারে ৮ কিলো এবং মহাসড়কে ১৪ কিলো মিটার পাড়ি দিতে পারে বলে জানিয়েছেন র্যানকন আটো ডিভিশন-১ এর ডিভিশনাল ডিরেক্টর সোয়েব আহমেদ।
উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাংকস লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ হামদুর রহমান সাইমন; র্যানকন অটো-এর ডিভিশনাল হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন; র্যানকন আটো ডিভিশন-১ এর ডিভিশনাল হেড অফ ফাইনান্স সালেহ আহমেদ; জেনারেল ম্যানেজার ও হেড অব সাপ্লাই চেন এএফএম মুশফিকুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও ডিপুটি হেড অব প্রাইভেট সেল মেহরুন নেসা ফারুক সোনিয়া।