রিভো’র ২ ই-বাইক আনলো ইভি-লাইফ
দেশের বাজারে অবমুক্ত হলো নতুন দুইটি ইভি স্কুটি। বাইক দুটি বাংলাদেশে বাজারজাত করছে রিভো। এর মধ্যে এ০১ মডেলটি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার চলতে পারে। এক কিলোমিটারে খরচ হবে সর্বোচ্চ ১৩ পয়সা। এছাড়া সি০৩ মডেলের ই-বাইকটিতে ঘণ্টা প্রতি খরচ করে ২০ পয়সা। স্পোর্ট মোডে বাইকটি ঘন্টায় ৭০ কিলোমিটার চলতে সক্ষম। তবে ইকো মোডে সর্বোচ্চ গতি পৌঁছে ৮৫ কিলোমিটার। উভয় বাইকই এক চার্জে চলে ৬-৭ ঘণ্টা। বাইকটির আসনের নিচে ২৪ লিটার এবং টেইল বক্সে ২৩ লিটার মালামাল বহন করা যায়। ধূসর, কালো ও লাল—এই তিন রঙে এ০১ মডেলটি পাওয়া যাবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মাদপুরে অবস্থিত ইভি লাইফ বিডি শো-রুমে বাইক দুটি উদ্বোধন করেন ইভি লাইফ বিডি’র হেড অব বিজনেস মি. ভেন, হেড অব সেলস মাহমুদুল হক এবং হেড অব মার্কেটিং মোহাম্মদ ফরিদ উদ্দিন (মৃদুল)।
কেক কাটার পর আগাম বায়না করা পাঁচ জন ক্রেতার হাতে চাবি হস্তান্তর করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। এসময় বাইক বিডি’র বাইকার ও রিভো’র স্থানীয় ব্যবস্থাপনা এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অগ্রিম বায়নার বিশেষ উপহার হিসেবে বাইকের সঙ্গে একটি হেলমেট, এয়ার কাটার, এয়ারবাড ও স্মার্ট ওয়াচ বুঝে নেন অনন্ত, নিরব, মিলন, ইমতিয়াজ ও হিমেল নামের ৫ জন ক্রেতা। এদের মধ্যে ইমতিয়াজ জানান, ব্যাংকে কর্মরত তার স্ত্রী’র জন্য বাইকটি বায়না করেছেন তিনি।
ক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা গেলো, পরিবেশ বান্ধব যান হিসেবে তারা ইভি বাইকটি কিনেছেন। ক্রেতাদেরর মধ্যে ২ জন করে শিক্ষার্থী ও কর্মজীবি নারী এবং এক জন উদ্যোক্তা রয়েছেন।
ইভি লাইভ বিডি’র হেড অব সেলস মাহমুদুল হক জানিয়েছেন, এ০১ ও সি০৩ মডেলের বৈদ্যুতিক বাইক দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা ও ২ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। সেপ্টেম্বর জুড়েই উভয় বাইকে নগদ ২০ হাজার টাকা করে ছাড় রয়েছে। এছাড়াও মাস শেষে র্যাফেল ড্রতে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা করে বোনাস পাবেন। এছাড়াও ডিসেম্বরে গ্র্যান্ড র্যাফেল ড্রতে একটি ই-বাইক ফ্রি পাওয়ার অফার দেয়া হয়েছে। বাইকে নিবন্ধনের জন্য পুরোপুরি সহায়তা দেবে ইভি-লাইফ। বাইক দুটির ব্যাটারিতে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা এবং বাইকের অন্যান্য যন্ত্রাংশের বেলায় এক বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।
অনুষ্ঠানে ভেন বলেন, ‘সারা পৃথিবী এখন সবুজায়ন ও স্মার্ট যোগাযোগের দিকে গুরুত্ব দিয়েছে। শূন্য কার্বন নিঃসরণের কথা মাথায় রেখে বৈদ্যুতিক গাড়ি ও বাইকের প্রতি উৎপাদনকারীরা মনোযোগী হচ্ছেন। আফ্রিকা অঞ্চলে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই বৈদ্যুতিক বাইকগুলো পাকিস্তানের পর ষষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশে উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও নতুন মডেলের বৈদ্যুতিক মোটরবাইক আনা হবে।’
বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী, রিভো সি০৩ মডেলের বৈদ্যুতিক বাইকে ব্যবহার করা হয়েছে ৭২ ভোল্টের ৩৫ অ্যাম্পিয়ার আওয়ারের লিড অ্যাসিড ব্যাটারি। ১২ ইঞ্চির দুই হাজার ওয়াট ক্ষমতাসম্পন্ন মোটরবাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। বাইকটির সামনে ও পেছনে ১১০/৭০-১২ ইঞ্চির ভ্যাকুয়াম টায়ার ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য সামনে ও পেছনের চাকায় ডিস্ক ব্রেক এবং কম্বিনেশন ব্রেকিং সিস্টেম (সিবিএস) রয়েছে। চুরির হাত থেকে রক্ষা পেতে বাইকটিতে অ্যান্টিথেফট অপশন রয়েছে। উঁচু–নিচু পথে স্বাচ্ছন্দ্যে চালানোর জন্য সামনে ও পেছনে হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। বাইকটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৮১৫, ৭৫৫ ও ১ হাজার ১১০ মিলিমিটার। দুই চাকার দূরত্ব (হুইলবেজ) ১ হাজার ৩৪০ মিলিমিটার। ওজন ১৪৪ কেজি। মাটি থেকে বাইকটির উচ্চতা (গ্রাউন্ড ক্লিয়ারেন্স) ১৬৫ মিলিমিটার। দুটি ১২ টিউব৩০এ ভেক্টর-বেজড নিয়ন্ত্রকের মাধ্যমে বাইকটির গতি নিয়ন্ত্রণ করা যাবে। বাইকটির আসনের নিচে ৩৬ লিটার ধারণক্ষমতাসম্পন্ন মালামাল বহনের জায়গা রয়েছে।