ত্রুটি থাকার কারণে একাধিক মডেলের বাইক বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। এগুলোর মধ্যে রয়েছে ৩০০ থেকে ৩৫০ সিসি রেঞ্জের বাইক। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, বাজার থেকে তুলে নেয়ার মডেলগুলো হলো সিবি৩৫০, সিবি৩৫০আরএস, সিবি৩০০আর, সিবি৩০০এফ ও হাইনেস সিবি৩৫০।
মূলত এই মডেলগুলোর হুইল স্পিড সেন্সর এবং ক্যামশ্যাফ্ট সমস্যা থাকার আশঙ্কা করছে কোম্পানিটি। মোল্ডিংয়ে সমস্যা থাকতে পারে। ফলে হুইলের স্পিড সেন্সরে পানি ঢুকে যেতে পারে। ফলে দুর্ঘটনা দেখা দিতে পারে।
হোন্ডা বলেছে, এর ফলে স্পিডোমিটার, ট্র্যাকশন কন্ট্রোল বা এবিএসে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। যা চালকের জন্য চূড়ান্ত বিপদ ডেকে আনতে পারে।
তবে ঠিক কি পরিমান বাইক বাজার থেকে ফেরত নেয়া হচ্ছে সেটি জানায়নি হোন্ডা।
ডিবিটেক/বিএমটি