উত্তর বঙ্গের আলোচিত জেলা নাটোরে উন্মুক্ত হয়েছে ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী ইয়াদেয়া’র এক্সক্লুসিভ শোরুম- এম এম এন্টারপ্রাইজ। দেশী অটমোবাইল প্রতিষ্ঠান রানার অটোমোবাইলসের ডিজিএম ( ক্যাটাগরি ম্যানেজমেন্ট) জোহেব আহমেদ তার সতীর্থদের নিয়ে এই শো-রুমটি উদ্বোধন করেন।
সতীর্থ হিসেবে এসেময় প্রতিষ্ঠানটির হেড অব সেলস টিএম আসিবুল ইমরান, ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত, নেটওয়ার্ক হেড মো. মাহমুদুল হাসান মামুন এবং এম এম এন্টারপ্রাইজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ খালেদ হোসেন মাছুম উপস্থিত ছিলেন।
রানার অটোমোবাইলস বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। আয়োজনটির তত্ত্বাবধানে ছিলো এম এম এন্টারপ্রাইজ।
ইয়াদিয়ার হেড অব সেলস টিএম আসিবুল ইমরান বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে। তেলের বিকল্প হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাহন। বিশ্বের সঙ্গে তাল মিলেয়ে আমাদের দেশেও এমন সাড়া দেখে আসলে আমরা অভিভূত। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যত গড়তে অবদান রেখে চলেছি। নাটোরের সম্মানিত ক্রেতারা তাদের পছন্দের মডেলের ইয়াদিয়া ইলেক্ট্রিক স্কুটার আমাদের এই শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন।
পরিবেশক প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিবেশবান্ধব এই ইলেকট্রিক স্কুটার পারফরমেন্সেও যেমন সেরা তেমনি তার চালকদের দিচ্ছে দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা। এক চার্জে সর্বোচ্চ ১০০ কিলোমিটার চলবে এই ইলেকট্রিক স্কুটার। যা শহর ও শহরের বাইরের উভয় চালকদের জন্যই আদর্শ।