যৌথ অংশীদারিত্বের প্রত্যয়ে হাল-প্রযুক্তির আইশার প্রো ২০০০ এবং ৬০০০ সিরিজের কয়েকটি বাণিজ্যিক ট্রাক উন্মোচন করলো দেশীয় অটোমোবাইল কোম্পানি রানার মটরস লিমিটেড। সিরিজের ছয়টি ট্রাকেই রয়েছে চালকের প্রশান্তিময় ড্রাইভিয়ের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কেবিন। তবে তিনি যেনো ঘুমিয়ে না পড়েন সেজন্য সিট বেল্টে ব্যবহৃত হয়েছে সেফটি প্রযুক্তি। অবসাদ এলেই তাকে অবহিত করবে এমনকি গাড়ি চালাতেই বাধা দেবে। এছাড়াও পাঁচটি গিয়ারের বদলে অটো গিয়ারের মতো স্মুথ গিয়ার, স্টিয়ারিং সুবিধা যুক্ত হয়েছে গাড়িগুলোতে।
বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরার ৩ নং হলে এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে সাদা, হুলুদ ও নীল রঙের ছয়টি ট্রাক-এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। মডেলগুলো হলো- আইশার প্রো ২০৪৯, ২০৫৫সিটি, ৬০৩১এইচ, ৬০৩১টি এবং ৬০৪৯।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ভলভো আইশার কর্মাশিয়াল ভ্যাহিক্যাল, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া এবং আশিয়ান দেশসমূহের রিজিওনাল হেড শান্তানু শ্রীভাস্তাভ।
এসময় অন্যান্যের মধ্যে রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন, আইশার ও রানার এর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফের শুরুতেই রানার মটরস এর সিনিয়র জি এম ফিরোজ কবির সকল গাড়ির বিবরণ তুলে ধরে বলেন, রানার মটরস পরিবহন খাত কে সমৃদ্ধি সহ দেশের ডিজিটাল অর্থনীতিকে সমৃদ্ধি করতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আগামীতে ভলভো আইশার-এর সিরিজের গাড়িগুলি পরিবহণখাতে বিল্পবী পরিবর্তন আনবে।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “আজ বড় আনন্দের দিন;আমরা পরিবহণখাতে এই দুই সিরিজের গাড়ির যাত্রা শুরু করলাম; যা পরিবহন ও যোগাযোগ খাত কে উন্নতি সাধন সহ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। এই পরিবহণ দেশের অটোমোবাইল ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব বয়ে আনবে। পাশাপাশি ক্রেতার সার্বিক সন্তুষ্টি লাভ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।