নোকিয়া নতুন কোন ফোন বাজারে আসলে গ্রাহকদের আগ্রহের কমতি থাকে না। নোকিয়া নতুন কিছু মানেই নতুনত্ব। মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশের বাজারে আসছে নোকিয়ার নতুন দুই ফোন। ফোন দুইটির মডেল নোকিয়া ২.২ এবং নোকিয়া ৩.২।
সংবাদমাধ্যমকে পাঠানো এক আমন্ত্রণ পত্রে এই তথ্য জানানো হয়।
বিশ্ববাজারের তথ্য অনুযায়ী নোকিয়া ২.২ ফোনটিতে যা যা থাকছে, মাল্টি টাচ স্ক্রিন ফিচার যুক্ত এইচডি ডিসপ্লে ৫.৭১ ইঞ্চি থাকছে ফোনটিতে। ক্যামেরায় থাকছে, ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ব্যাটারির ক্যাপাসিটি ৩০০০ এমএএইচ। নোকিয়া ২.২ ফোনের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক, এইচডিআর সাপোর্ট, ব্লুটুথ ৪.২ এবং মাইক্রো ইউএসবি।
নোকিয়া ২.২ ফোনটিতে যা থাকছে, ৬.২৬ ইঞ্চ এর ৭২০পি আইপিএস ডিসপ্লে। ফোনটির বডি পলিকার্বনেট বা প্লাস্টিক দিয়ে তৈরী। থাকছে ৩.৫ মিলিমিটার ইয়ারফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটিতে পাচ্ছেন ৪০০০ মিলিএম্পায়ার ব্যাটারি। চিপসেট হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৪২৯ নামক নতুন এন্ট্রি লেভেল চিপসেট। পাওয়া যাবে ২ ও ৩ জিবি র্যাম অপশন এবং ১৬ ও ৩২ জিবি স্টোরেজ ভার্সন। সাথে স্টোরেজ বৃদ্ধির সুবিধাও থাকছে। লক্ষনীয় ব্যাপার এখানে, নোকিয়া ৩.২ এর কেবল ৩২ জিবি স্টোরেজ ভার্সনে ফিঙ্গারপ্রিন্ট আনলক এর সুবিধা থাকছে। ১৬ জিবি ভার্সনে কেবল ফেস আনলক এর সুবিধাই পাবেন। ক্যামেরার বেলায় নোকিয়া ৩.২ তে পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেল এর সিংগেল ক্যামেরা এবং ফ্ল্যাশলাইট। সামনে পাবেন ৫ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।
বাংলােদেশর বাজারে ফোন দুইটির দাম কত হবে তা উদ্বোধনের পরই জানা যাবে।