এখন থেকে অ্যাপল ডিভাইসে তৈরি করা পাসওয়ার্ড উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারের ক্ষেত্রে বিড়ম্বনা পোহাতে হবে না। কারণ ক্রোম ব্রাউজারের জন্য নতুন এক্সটেনশন চালু করেছে অ্যাপল। এই এক্সটেনশন ব্যবহার করে সহজেই আইক্লাউড পাসওয়ার্ড উইন্ডোজের ক্রোম ব্রাউজারে ব্যবহার করা যাবে।
ক্রোম ওয়েব স্টোরের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপল ডিভাইসের সাফারি ব্রাউজারে তৈরি করা দৃড় পাসওয়ার্ড উইন্ডোজের ক্রোম ব্রাউজারে ব্যবহারের অনুমোদন দেবে এই এক্সটেনশন। আইক্লাউড ফর উইন্ডোজ ১২.০ সংস্করণে এই এক্সটেনশটি দেয়া হয়েছে। আইক্লাউনে লগইন করলে সেবার তালিকায় থাকা ‘পাসওয়ার্ড’ অপশনটি খুঁজে পাওয়া যাবে।
এরপর সেখানে ক্লিক করে আইক্লাউড কীচেইন থেকে ক্রোমে পাসওয়ার্ড ব্যবহার করা যাবে। অন্যদিকে গুগল ক্রোমে তৈরি করা পাসওয়ার্ড আইক্লাউড পাসওয়ার্ডের সাথে সিঙ্ক করলে সেটি ম্যাক, আইপ্যাড, আইফোন তথা অ্যাপল ডিভাইসে ব্যবহার করা যাবে।
ডিবিটেক/বিএমটি