মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং হোয়াইট হাউসে এক বৈঠকে চীনা এআই কোম্পানি ডিপসিক এবং এআই চিপ রপ্তানি বিধিনিষেধ নিয়ে আলোচনা করেছেন। খবর রয়টার্স।
ট্রাম্প বৈঠকের বিস্তারিত প্রকাশ না করলেও হুয়াংকে “ভদ্রলোক” বলে উল্লেখ করেন এবং জানান, “এটি একটি ভালো বৈঠক হয়েছে।”
এই আলোচনার পেছনে মূল কারণ হলো চীনের এআই অগ্রগতি, বিশেষ করে ডিপসিকের নতুন স্বল্প ব্যয়ের এআই মডেল বিশ্ব প্রযুক্তিখাতে আলোড়ন তুলেছে। ডিপসিকের অ্যাপ অ্যাপল অ্যাপ স্টোরে সর্বাধিক ডাউনলোডকৃত হয়ে ওঠে, যা মার্কিন এআই নেতৃত্ব নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও, যেখানে এনভিডিয়া সহ প্রযুক্তি কোম্পানির শেয়ারের মূল্য ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত কমে যায়।
এদিকে, ট্রাম্প প্রশাসন এনভিডিয়ার চীনের জন্য তৈরি এইচ২০ চিপের রপ্তানি আরও সীমিত করার কথা বিবেচনা করছে। যদিও এ সিদ্ধান্তের আলোচনা বাইডেন প্রশাসনের সময় থেকেই চলছিল, তবে বর্তমান প্রশাসন চীনের এআই উন্নয়ন রুখতে আরও কঠোর হতে পারে।
এনভিডিয়া বৈঠকের পর জানায়, তারা মার্কিন প্রযুক্তি ও এআই নেতৃত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছে।
ডিবিটেক/বিএমটি