হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইসরায়েলি গুপ্তচরবৃত্তি সফটওয়্যার নির্মাতা প্যারাগন সল্যুশনস বিশ্বের দুই ডজনেরও বেশি দেশের ৯০ জন ব্যবহারকারীর ওপর নজরদারি চালিয়েছে। ভুক্তভোগীদের মধ্যে সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যরাও রয়েছেন। খবর রয়টার্স।
হোয়াটসঅ্যাপ শুক্রবার প্যারাগনের বিরুদ্ধে আইনি নোটিশপাঠিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগ সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
হোয়াটসঅ্যাপ জানায়, এই আক্রমণে জিরো ক্লিক হ্যাক ব্যবহার করা হয়েছে, যেখানে ব্যবহারকারীর কোনো অনুমতি ছাড়াই তাদের ফোনে অনুপ্রবেশ করা হয়। ক্ষতিগ্রস্তদের সিটিজেন ল্যাবের কাছে পাঠানো হয়েছে, যা বিশ্বজুড়ে ইন্টারনেট নজরদারি পর্যবেক্ষণ করে।
গবেষক জন স্কট-রেইলটন বলেন, বাণিজ্যিক গুপ্তচরবৃত্তির সফটওয়্যার ক্রমাগত অপব্যবহার হচ্ছে। যদিও এসব প্রযুক্তি সন্ত্রাসবাদ দমন ও জাতীয় নিরাপত্তার জন্য বিক্রি করা হয়, বাস্তবে তা সাংবাদিক, বিরোধী রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীদের ওপর ব্যবহৃত হচ্ছে।
সম্প্রতি প্যারাগন যুক্তরাষ্ট্রের এই ইন্ডাস্ট্রিয়াল পার্টনারস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়েছে। যদিও তারা নিজেদের নৈতিক প্রযুক্তি সরবরাহকারী হিসেবে পরিচিত করতে চায়, তবে বাস্তবে তাদের কার্যক্রম নিয়ে উদ্বেগ রয়েছে।
ডিবিটেক/বিএমটি