টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা করেছেন যে তার কোম্পানি আগামী জুন মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে চালকবিহীন রাইড-শেয়ারিং পরিষেবা চালু করবে। বুধবার এক রিপোর্টিং কলে তিনি জানান, টেসলার নিজস্ব গাড়ির বহর দিয়ে এই সেবা শুরু হবে, যেখানে কোনো চালক থাকবে না। গাড়িগুলো চলবে ‘আনসুপারভাইজড’ ফুল সেলফ-ড্রাইভিং (এফএসডি) সফটওয়্যারের মাধ্যমে, যা এখনও বাজারে আসেনি। খবর টেকক্রাঞ্চ।
মাস্ক বলেন, এই বছর ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এ সফটওয়্যার চালু করা হবে, তবে গাড়ির মালিকদের নিজেদের টেসলা গাড়ি রাইড-হেইলিং নেটওয়ার্কে যুক্ত করার সুযোগ ২০২৬ সালের আগে আসবে না।
তিনি ২০২৫ সালকে টেসলার ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর’ বলে উল্লেখ করেছেন।
এর আগে, ২০২৪ সালের অক্টোবরে মাস্ক টেসলার ‘সাইবারক্যাব’ প্রোটোটাইপ উন্মোচনের সময় প্রথমবারের মতো এই স্বচালিত ট্যাক্সি সেবার পরিকল্পনার ইঙ্গিত দেন। সেই সময় তিনি জানান, ২০২৫ সালে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় মডেল ওয়াই ও মডেল ৩ গাড়ি ব্যবহার করে প্রাথমিকভাবে এই পরিষেবা শুরু হবে।
সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা এই প্রকল্প বাস্তবায়নের জন্য অস্টিন শহরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।
মাস্ক জানান, তারা ধীরে ধীরে এই পরিষেবা শুরু করবেন, প্রথমে সীমিত পর্যায়ে পরীক্ষামূলক চালু করে পরে ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে। তবে টেসলা কীভাবে এই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।
ডিবিটেক/বিএমটি