ইউরোপীয় নিয়ন্ত্রকদের সন্তুষ্ট করতে মেটা তার ফেসবুক মার্কেটপ্লেস প্ল্যাটফর্মে ইবের পণ্য তালিকা প্রদর্শন শুরু করতে যাচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
গত নভেম্বরে ইউরোপীয় কমিশন (ইসি) মেটাকে অ্যান্টিট্রাস্ট নিয়ম ভঙ্গের জন্য ৭৯৮ মিলিয়ন ইউরো জরিমানা করে। ইসি অভিযোগ করেছিল যে, মেটা ফেসবুক মার্কেটপ্লেসকে তার মূল সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে “অন্যায্য ব্যবসায়িক পরিস্থিতি” তৈরি করেছে। এর ফলে ফেসবুক মার্কেটপ্লেস একটি “বড় বিতরণ সুবিধা” পেয়েছিল, যেখানে প্রতিযোগী অনেক ক্লাসিফায়েড সাইটও তাদের পণ্য ফেসবুকে প্রচার করে। এই তথ্য মেটা শুধু ফেসবুক মার্কেটপ্লেসের স্বার্থে ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়।
মেটা ইতিপূর্বে এই জরিমানার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছিল। তবে, ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মেটা একটি নতুন পরিষেবা পরীক্ষা করতে যাচ্ছে, যা ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহারকারীদের ইবের তালিকা ব্রাউজ করার সুযোগ দেবে। ব্যবহারকারীরা সরাসরি ইবেতে গিয়ে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
ব্লুমবার্গ আরও জানায়, এই পরীক্ষা জার্মানি ও ফ্রান্সের পাশাপাশি মেটার নিজস্ব মার্কিন বাজারেও চালু করা হবে, যদিও এটি ইউরোপীয় নিয়ন্ত্রকদের এখতিয়ারভুক্ত নয়।
ডিবিটেক/বিএমটি